এডমিন ডিলের সময় নাম্বার চেক করবেন কিভাবে ?র্
Admin Deal বা এডমিন ডিল করার সময় অবশ্যই আপনি নাম্বার চেক করে নিবেন। এটা আপনার নিজের সচেতনতার কারণেই করে নিবেন আশা করি।
–
আমরা গ্রুপে যেই দুইজন এডমিন ডিল করি তাদের নাম্বার আশা করি সবার কাচেই সেইভ আছে। তারপরেও কখনও কোন ডিলে যদি তাড়াহুড়ো করতে দেখেন তাহলে নিচের পদ্ধতিতে চেক করে নিবেন। যদিও আমার এই পোস্টটা প্রতারক আইডিও দেখছে তবে নিজেদের সচেতনতা নিজেদেরকেই তৈরি করতে হবে।
–
(ক) বিকাশ বা নগদ নাম্বার হলে কল করবেন।
(খ) প্রতারকরা নিজেদের নাম্বার ব্যবহার করে না বিধায় কল করে এডমিন ডিল এর কথা আর কি সম্পর্কিত এসব জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না।
(গ) আর যদি প্রতারক নিজের নাম্বার দেয় তবে সেই নাম্বারটা আমাকে দেবেন বাকিটা আমি দেখবো।
(ঘ) আমি RAB হেডকুয়াটার এর পাশেই থাকি। এর আগে এরকম একজনের নাম্বার দেওয়াতে পরে সেই নাম্বার থেকে আমাকে কল করে বিকাশ সহ একাউন্ট খুলে দেওয়া এবং ক্ষমা চেয়েছিল।
–
গতকালকে যেসব নাম্বার সংগ্রহ করেছিলাম ওগুলোর কাজ চলছে আশা করি দ্রুতই ফলাফল পাবো। কারণ প্রতিটি নাম্বার এখন NID দিয়ে খোলা এবং বিকাশ লক মানেই সেই নাম্বারে আর লেনদেন করতে পারবে না।