Namecheap Account খোলা এবং ভেরিফাই করা
Table of Contents
নেমচিপ ডোমেইন ও হোস্টিং কম্পানি। Namecheap Account খোলা নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। কিভাবে নেমচিপ এ একাউন্ট করতে হয় এবং কিভাবে তা ভেরিফাই করতে হয় সেটাই নিয়েই আজকের আর্টিকেল।

পিকচার-১ = নতুন একাউন্ট খোলা বা আপনার যদি আগের কোন একাউন্ট থেকে থাকে তাহলে নিচের চিত্রের মত করে লগইন বা নতুন একাউন্ট করতে পারবেন।

Namecheap Account বা নেমচিপ এ নতুন একাউন্ট
পিকচার-২ = নেমচিপ এ নতুন একাউন্ট করার জন্য নিচের চিত্রটি অনুসরণ করুন।

উপরের চিত্রে দেখা যাচ্ছে যে,
১. প্রথমে ইজার নেম দিবেন।
২. পরে ২য় এবং ৩য় ঘরে পাসওয়ার্ড কনফার্ম করবেন।
৩. নামের প্রথম অংশ দিবেন।
৪. নামের শেষে অংশ দিবেন।
৫. আপনার নেমচিপ এর সাথে যুক্ত ইমেইলটা দিবেন।
অবশ্যই একটি ভ্যালিড ইমেইল দিবেন। আর উপরের ঘরটি সুন্দরমত পূরণ করবেন। আশা করি সমস্যা হবে না।
ড্যাশবোড, প্রফাইল ও ব্যালান্স দেখবেন যেভাবে
পিকচার-৩ = এখান থেকে আপনি ড্যাশবোর্ড এবং আপনার কত ডলার ব্যালান্স আছে সেটা জানতে পারবেন। তাছাড়াও আপনি প্রফাইল করতে পারবেন এখান থেকেই। এখানে প্রফাইল অপশানে ক্লিক করলেই আপনি প্রফাইল করা আছে কিনা দেখতে পারবেন।

উপরের পিকচারটিতে সুন্দর করে দেখা যাচ্ছে যে, ড্যাশবোর্ড এবং প্রফাইল। আপনি উক্ত অপশানে ক্লিক করে চেক করে নিতে পারবেন। প্রফাইল যদি করা না থাকে তাহলে আপনি নিচের পিকচারটার মত করে করে নিতে পারবেন।
প্রফাইল চেক করবেন যেভাবে
আপনি একাউন্ট এ ক্লিক করলেই নিচের দিকে প্রফাইল দেখতে পাবেন। যেটা আমি উপরের Namecheap Account এর স্ক্রিনশর্ট এ দেখিয়ে দিয়েছি। আর যারা বুঝতে পারবেন না তারা আবার উপরের পিকচারটা চেক করে নিবেন।
এখানে আপনি অপশানগুলো চেক বা রিচেক করলেই বুঝতে পারবেন বিষয়টা। আসলে আমরা অনেকেই প্রফাইল না করেই কোন কিছু কিনতে যায়। Namecheap Account সঠিকভাবে করা না হলে কোন কিছু কেনা যাবে না।

উপরে মার্ক করা প্রাইল এড্রড্রেস এ ক্লিক বা ডানপাশে ইডিট অপশানে ক্লিক করলেই আপনি নিচের পিকচারের মত ঘর পাবেন। আর পরে নিচের স্ক্রিনশর্টটি অনুসরণ করে অবশ্যই একাউন্টটি প্রফাইল ভেরিফাই করে নিতে পারবেন।
প্রফাইল করবেন যেভাবে
এখানকার মার্ক করা প্রত্যেকটি ঘর আপনাকে পূরণ করতে হবে সঠিকবাবে প্রফাইল ভেরিফাই করার জন্য। কোন ঘর যদি পূরণ না করা হয় তাহলে প্রফাইল ভেরিফাই সম্পূর্ন হবে না।

উপরের ঘরগুলোর মধ্যে অনেকেই কোনটা কি সেটা বুঝতে পারে না। আমি বোঝার জন্য সবগুলোই মার্ক করে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পারবেন। এখানে প্রত্যেকটি ঘর অনেক গুরুত্বপূর্ণ তাই সঠিকভাবে সবগুলো ঘর পূরণ করার চেষ্টা করবেন।
উপসংহার বা শেষ কথা
আমাদের দেশে নেমচিপ থেকে অনেক বেশি ডোমেইন + হোস্টিং কেনা হয়ে থাকে। আর Namecheap Account কিভাবে ভেরিফাই করতে হয় এসব বিষয়গুলো অনেকেই জানে না। তাই উপরের লিখাগুলো এবং এই আর্টিকেলটি অনেক কাজে আসবে বলে আমি মনে করি।
Namecheap Domain, Namecheap Hosting & Namecheap VPN (যদিও কম কেনে এটা) এইগুলো বেশি কেনে আমাদের দেশ থেকে। বিশেষ করে উপমহাদেশের বাঙালিরা এই সাইট থেকে এবং হোস্টিংগার থেকে বেশি ডোমেইন ও হোস্টিং কিনে থাকে।
প্রথম প্রকাশ = ২৮ নভেম্বর ২০২১
২য় প্রকাশ = ১৮ই এপ্রিল ২০২২
One Comment on “Namecheap Account খোলা এবং ভেরিফাই করা”