ওয়েবসাইটে Paid Traffic বা পেইড ট্রাফিক সংক্রান্ত কিছু বিষয়
গুগল অ্যাডসেন্স এ আয় করার জন্য অনেকেই Paid Traffic বা পেইড ট্রাফিক নিয়ে থাকেন তাদের ওয়েবসাইটে। আজকের আর্টিকেলটি মূলত তাদের জন্যই লিখা। আর এই পোস্টটি আমাদের ফেইসবুক গ্রুপে করা হয়েছি। আশা করি পোস্ট কথাগুলোতে বিষয়টা বুঝতে পারবেন।
ওয়েবসাইটে Paid Traffic বা পেইড ট্রাফিক সংক্রান্ত কিছু বিষয়
ইদানিং গ্রুপে পেইড ট্রাফিক নিয়ে অনেক বেশি পোস্ট আসে। আমি যদিও অপ্রুভ করি না। তবে সবার উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলার জন্যই লিখা পোস্টটি।
–
(ক) ফ্রিল্যান্সিং পেশাকে অনেকেই তাদের পরিবার চালানোর কাজে ব্যবহার করে থাকে। আর যারা এই ধরনের কাজ করে তাদের জন্য এটাতে অনেকেই ইনভেস্ট করে লস করতেছি ইদানিং।
আামি বলছি না আপনি Paid Traffic বা পেইড ট্রাফিক এ লস করবেনই। তবে নিজে সাইট কিনে বা বানিয়ে সেটাতে কাজ করার জন্য অনুরোধ করবো।
অর্গানিক ট্রাফিকের পাশাপাশি আমাদের পেইড ট্রাফিকেরও দরকার হয় অনেক সময়, বিশেষত যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের জন্য পেইড ট্রাফিক খুবই দরকারি। আমরা অনেকেই অনেক সোর্স থেকে পেইড ট্রাফিক কিনি। আজকে এখানে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু পেইড ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। একই সাথে কোন সোর্স থেকে ট্রাফিক পাওয়ার জন্য কেমন ইনভেস্ট লাগতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আশা করি সবার কাজে লাগবে।
(খ) আমি গ্রুপে বেশ কয়েকজনকে জানি তারা ভালো আয় করে। তবে আরেকজনের আয় বাড়ানোর জন্য কখনই পোস্ট করে না। পেইড ট্রাফিক নিয়ে আমি ইতোপূর্বে বেশ আগে বিস্তারিত বলেছিলাম আবারও আগামীতে চেষ্টা করবো বলার।
(গ) Paid Traffic বা পেইড ট্রাফিক নিয়ে কাজ করতে যত ইনভেস্ট লাগে, তা একজন সাধারণ নতুন ফ্রিল্যান্সারের কাছে থাকার কথা না। আপনি ৫ লক্ষ টাকা এখানে ইনভেস্ট না করে অন্য ফিজিক্যাল বিজনেসে করতে পারেন। যেটা আমি চেষ্টা করবো জানাতে। কোন কোন ফিজিক্যাল বিজনেস আপনি করতে পারবেন।
(ঘ) আপনি যেটা বেশি জানেন সেটা নিয়ে বিজনেস করলে কখনই লস করবেন না। আর যারা ব্লগিং জানেন না বা Paid Traffic বা পেইড ট্রাফিক জানেন না তারা এখানে লস ছাড়া লাভ করতে পারবেন না।
(ঙ) কি পরিমাণ ইনভেস্ট আর কি সেটআপ নিয়ে পেইড ট্রাফিক নিয়ে কাজ করবেন সেই সব বিষয়গুলো আশা করবো পরে কোন একটি আর্টিকেলে পর্ব আকারে বলবো ইনশাআল্লাহ। আসলে এগুলো লিখতে বা জানানোর জন্য সময় দরকার হবে বেশ কিছু।
–
উপরের কথার সারাংশ হলো গ্রুপে আজ থেকে Paid Traffic বা পেইড ট্রাফিক বাই-সেল করার আগে এডমিনদের অনুমতি নিবেন। গ্রুপে নতুন ব্লগার বা ফ্রিল্যান্সার বেশি আর আমি চাই না এখানে এসে কেউ লস করুক।
গ্রুপে সবগুলো মেম্বার প্রায় অরগানিক আর এখানে একটা বিশ্বাস আছে এডমিনদের প্রতি। আশা করবো সবাই আমার সাথে একমত হবেন এবং বিষয়টাকে পজেটিভভাবেই দেখবেন।
কাজ অবশ্যই আপনাকে ভালোমত শিখতে হবে। যেন কোন সমস্যাতেও আপনি কাজ করতে পারেন। আর ফ্রিল্যান্সিং কাজ করে দিন শেষে যেন আপনাকে খালি হাতে না ফিরতে হয় সেই জন্য আপনি অবশ্যই শুরু থেকেই চেষ্টা করবেন।
মনে রাখবেন এই সেক্টরে সবাই যে ভালো করে বিষয়টা তেমন না। আপনি ভালো করতে পারবেন আবার নাও করতে পারবেন। আর ভালো করার জন্য আপনাকে ভালো একটি গাইড লাইন মেনে কাজ করতে হবে। আশা করবো পোস্ট এর মূলত বক্তব্যগুলো বুঝতে পারবেন।
সবশেষ কথা
উপরোক্ত পোস্টটি মূলত Paid Traffic বা পেইড ট্রাফিক নিয়ে সচেতন করার জন্যই লিখা। আশা করবো পোস্টটি লিখার উদ্দেশ্য বুঝতে পারবেন সবাই। আমি চাই ফ্রিল্যান্সিং পেশাকে যেন সবাই ভালো চোখে দেখে।
এখানো আমাদের সমাজে ফ্রিল্যান্সিংকে অনেকেই খারাপ নজরে দেখে থাকে।
One Comment on “ওয়েবসাইটে Paid Traffic বা পেইড ট্রাফিক সংক্রান্ত কিছু বিষয়”